Notice::
Breaking News ::
পা ফুলে যাওয়ায় ট্রাম্পের শরীরে ধরা পড়ল রক্ত চলাচলের সমস্যা

Correspondent:
- Update : 06:43:58 pm, Friday, 18 July 2025 37 Views

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পা ফোলার কারণে তাঁর শরীরে একটি রক্ত চলাচলজনিত সমস্যা শনাক্ত হয়েছে, যার চিকিৎসা-পরিভাষা ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি। এই সমস্যায় পায়ের শিরাগুলোর মাধ্যমে রক্ত সঠিকভাবে ওপরের দিকে উঠতে না পারায় নিচে জমে যায়, ফলে পা ফুলে ওঠে।
বিশেষজ্ঞরা বলছেন, এটি বয়সজনিত একটি সাধারণ সমস্যা হলেও, এমন লক্ষণ দেখা দিলে শরীরে অন্য কোনো জটিলতা রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখা জরুরি।
বর্তমানে ট্রাম্প চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
Share This News
UPDATE :