মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পা ফোলার কারণে তাঁর শরীরে একটি রক্ত চলাচলজনিত সমস্যা শনাক্ত হয়েছে, যার চিকিৎসা-পরিভাষা ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি। এই সমস্যায় পায়ের শিরাগুলোর মাধ্যমে রক্ত সঠিকভাবে ওপরের দিকে উঠতে না পারায় নিচে জমে যায়, ফলে পা ফুলে ওঠে।
বিশেষজ্ঞরা বলছেন, এটি বয়সজনিত একটি সাধারণ সমস্যা হলেও, এমন লক্ষণ দেখা দিলে শরীরে অন্য কোনো জটিলতা রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখা জরুরি।
বর্তমানে ট্রাম্প চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
প্রকাশক ও সম্পাদকঃ হারিজ ইসলাম স্বাধীন
Design & Development By HosterCube Ltd.