Dhaka 6:28 pm, Wednesday, 2 July 2025
News::
বিশ্বজুড়ে আবারও করোনা ভাইরাস নিয়ে বাড়ছে উদ্বেগ। নতুন ভ্যারিয়েন্ট 'Nimbus' ও 'Stratus' বিভিন্ন দেশে শনাক্ত হচ্ছে। অনেক দেশে সংক্রমণ বেড়েছে, তবে গুরুতরতা তুলনামূলক কম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সবাইকে টিকা ও স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়েছে।যুক্তরাষ্ট্র:নতুন ভ্যারিয়েন্ট Nimbus (NB.1.8.1) দেশটির প্রধান স্ট্রেইনে পরিণত হয়েছে।৭ দিনে মৃত্যু: ১২৮ জন হাসপাতাল ভর্তি বাড়েনি, তবে সংক্রমণ ঊর্ধ্বমুখী। সিঙ্গাপুর: ৭ দিনে আক্রান্ত: ১৪,২০০ জন, আগের সপ্তাহের তুলনায় প্রায় ২৯% বৃদ্ধি। মাস্ক ও সতর্কতা জোরদার করার নির্দেশ।বাংলাদেশ: জুন মাসে নতুন সংক্রমণ ও মৃত্যুর খবর পাওয়া গেছে। সরকারি পর্যায়ে নমুনা পরীক্ষা ও পর্যবেক্ষণ জোরদার। ভারত: Nimbus ও Stratus দুটি ভ্যারিয়েন্ট শনাক্ত। মধ্যপ্রদেশে XFG ভ্যারিয়েন্ট প্রধান। উপসর্গ মৃদু হলেও সতর্কতা জারি।কানাডা: Stratus ভ্যারিয়েন্ট ছড়াচ্ছে। গুরুতর অসুস্থতার হার কম। টিকাদান কার্যক্রম চালু রয়েছে। যুক্তরাজ্য: হাসপাতালে ভর্তি কিছুটা বেড়েছে। দ্বিতীয় বুস্টার ডোজ দেওয়ার আহ্বান জারি করেছে স্বাস্থ্য বিভাগ। অস্ট্রেলিয়া: কিছু অঞ্চলে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে।সংক্রমণ কিছুটা বৃদ্ধি, হাসপাতালে পর্যবেক্ষণ চলমান।জাপান: সংক্রমণ নিয়ন্ত্রণে, টিকাদান কার্যকর। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানা হচ্ছে।হংকং:নতুন সংক্রমণের ঢেউ দেখা যাচ্ছে।হাসপাতাল ও টেস্টিং ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে। আইরিশ পর্যটন এলাকায় Nimbus ভ্যারিয়েন্ট শনাক্ত।পর্যটকদের মাস্ক ব্যবহার ও জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ।বিশ্বের সার্বিক চিত্র (WHO রিপোর্ট অনুযায়ী)২৮ দিনে নতুন সংক্রমণ: প্রায় ৩,৫৯,০০০ জন,মোট মৃত্যু: প্রায় ৯৩৬ জন,WHO জানিয়েছে, নতুন ধরনগুলো দ্রুত ছড়ালেও বড় ধরনের বিপদ আপাতত নেই। তবে ঝুঁকিপূর্ণদের সতর্ক থাকা জরুরি।বিশেষ পরামর্শ: টিকা ও বুস্টার ডোজ নিন,মাস্ক ব্যবহার করুন, হাত ধুতে থাকুন,উপসর্গ থাকলে পরীক্ষা করান ও চিকিৎস

অস্তিত্বসংকটে প্রকৃতির ভাণ্ডার টাঙ্গুয়ার হাওর, পরিবেশ ধ্বংসে লাগামহীন মানবিক লোভ, হুমকিতে জীববৈচিত্র্য

অস্তিত্বসংকটে প্রকৃতির ভান্ডার টাঙ্গুয়ার হাওর বাংলাদেশে পরিবেশ নষ্ট করার মতো কর্মকাণ্ড বিনা বাধায় চলছে। নদী দূষণ ও দখল, নির্বিচারে কৃষিজমি ভরাট করে আবাসিক প্রকল্প, পাহাড় কাটা, নিষিদ্ধ ঘোষিত পলিথিনের ব্যাপক Details..

Archive

Our Facebook Page

Search
UPDATE :