Notice :
Breaking News ::
Home /
Accident, Barisal, Children's Behavior, Chittagong, Development Plan Of The Country, Dhaka, Entrepreneurial Speech, Information Technology, Job Advertisement, Khulna, Life Story, Life Struggle, Mymensingh, National, Painting, Rajshahi, Rangpur, Sylhet, The Whole Country, Village Bangla
ময়মনসিংহের সফল উদ্যোক্তা

Correspondent:
- Update : 01:30:47 pm, Friday, 29 September 2023 361 Views

আমি প্রিয়া চৌধুরী। আমার উদ্যোগের নাম Priya’s Home Kitchen।জীবনের তাদিগেই আমার উদ্যোক্তা হওয়া। আমার হাজব্যান্ড এর ব্যবসায়ীক অবস্থা হঠাৎ খারাপ হয়ে যাওয়ায় আমি নিজের এক জোড়া কানের দুল বিক্রি করে প্রথমে কাপড়ের বিজনেস নেই ২০১৭ থেকে তারপর ২০২২ থেকে বিভিন্ন বেসিক ট্রেনিং নিয়েছি ফুড বেকিং এর উপর তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।আমার ইচ্ছে আমি পুরো ময়মনসিংহে আমার খাবারের গুণগত মান অক্ষুণ্ণ রেখে একজন খাদ্য উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবো।আগামী ৬ ও ৭ অক্টোবর বৈশাখী মঞ্চ-২, জয়নুল আবেদীন পার্ক,ময়মনসিংহে ECE গ্রুপ আয়োজিত উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী মেলায় আমি থাকছি আমার উদ্যোগ নিয়ে। আপনারা সবান্ধব আমন্ত্রিত।