দেশে ডেঙ্গুর প্রভাব কমলেও হাসপাতালে ভর্তি নতুন রোগী ২৬৩

- Update : 08:42:47 pm, Sunday, 5 October 2025 6 Views

দেশে ডেঙ্গুর প্রভাব কমলেও হাসপাতালে ভর্তি নতুন রোগী ২৬৩
নিজস্ব প্রতিবেদক | দ্য ডেইলি স্বাধীন
দেশে ডেঙ্গু পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৬৩ জন রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে স্বস্তির খবর হলো, এই সময়ের মধ্যে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
শুক্রবার (৩ অক্টোবর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো দৈনিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে রাজধানী ঢাকায় ৯১ জন, চট্টগ্রাম বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৬৪ জন, বরিশাল বিভাগে ৫৬ জন এবং ময়মনসিংহ বিভাগে ১৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২০২ জন। তাঁদের মধ্যে ১০৫ জন পুরুষ এবং ৯৭ জন নারী। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪৮ হাজার ৪৯১ জন রোগী।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এখনো ডেঙ্গু সংক্রমণ পুরোপুরি কমেনি। সেপ্টেম্বর মাসে বৃষ্টিপাত ও জমে থাকা পানির কারণে এডিস মশার প্রজনন বেড়ে গেছে, ফলে সংক্রমণের ঝুঁকি রয়ে গেছে। তাঁরা সবাইকে ঘরের আশপাশ পরিষ্কার রাখা, ফুলের টব ও জমে থাকা পানি নিয়মিত ফেলে দেওয়ার পরামর্শ দিয়েছেন।
রাজধানীর বিভিন্ন হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, নতুন রোগীদের মধ্যে অধিকাংশই জ্বর, শরীর ব্যথা ও রক্তে প্লাটিলেট কমে যাওয়ার কারণে ভর্তি হচ্ছেন। চিকিৎসকরা জানান, সচেতনতা ও দ্রুত চিকিৎসা পেলে ডেঙ্গু থেকে সুস্থ হওয়া সম্ভব।
গত বছরের তুলনায় এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা কম হলেও রোগটি এখনও উদ্বেগের কারণ হয়ে আছে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, “আমরা মাঠপর্যায়ে নিয়মিত মশা নিয়ন্ত্রণ কার্যক্রম চালাচ্ছি। পাশাপাশি জনগণকে সচেতন হতে হবে, কারণ প্রতিটি বাড়ির ভেতরে ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি।”
দেশজুড়ে স্থানীয় প্রশাসন ও সিটি করপোরেশন কর্তৃপক্ষও মশা নিধন অভিযান জোরদার করেছে বলে জানা গেছে।
বিশেষজ্ঞদের মতে, নিয়মিত তদারকি, তথ্য প্রকাশ ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব হবে।