জাতীয় প্রেস ক্লাবে ‘হৃদয়ে শহীদ জিয়া’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা

- Update : 12:05:37 am, Sunday, 28 September 2025 10 Views

জাতীয় প্রেস ক্লাবে ‘হৃদয়ে শহীদ জিয়া’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক :
প্রেস ক্লাবে শনিবার বিকেলে অনুষ্ঠিত হলো ‘হৃদয়ে শহীদ জিয়া’ শীর্ষক কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা।
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা— জাতীয়তাবাদী সাহিত্য পরিষদ (জাসাপ) এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইসমাইল হোসেন টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও রাজনৈতিক ব্যক্তিত্বরা।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু একজন রাজনৈতিক নেতাই নন, তিনি ছিলেন স্বাধীনতার অন্যতম ঘোষক, গণমানুষের নেতা এবং প্রেরণার উৎস। তাঁর জীবন ও কর্ম আগামী প্রজন্মের জন্য আলোকবর্তিকা হয়ে থাকবে।
আলোচকরা আরও বলেন, ‘হৃদয়ে শহীদ জিয়া’ কাব্যগ্রন্থে সাহিত্যের মাধ্যমে জিয়াউর রহমানের দেশপ্রেম, সংগ্রাম ও আদর্শকে তুলে ধরা হয়েছে। এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলবে।
অনুষ্ঠানে কবি, সাহিত্যিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।