Notice::
Breaking News ::
বিএনপির দাবি: মির্জা ফখরুল কোনো ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি

Correspondent:
- Update : 11:55:30 pm, Wednesday, 24 September 2025 8 Views

বিএনপি বলেছে, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের কোনো সংবাদমাধ্যমে সাম্প্রতিক সময়ে কোনো সাক্ষাৎকার দেননি।
সম্প্রতি কলকাতার একটি বাংলা দৈনিক পত্রিকায় তাঁর নামে একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। সেখানে বলা হয়, তিনি নাকি নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে চান। বিএনপি এ প্রতিবেদনকে ‘পুরোপুরি মিথ্যা ও মনগড়া’ বলে নাকচ করেছে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের পক্ষ থেকে জানানো হয়, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মহাসচিব ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য ওই ভুয়া সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে। এ ধরনের সংবাদ জনগণের মনে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা ছাড়া কিছু নয়।
বিএনপির মতে, বিদেশি ওই গণমাধ্যমে প্রকাশিত কথিত সাক্ষাৎকার সম্পূর্ণ বানোয়াট, তাই এ নিয়ে দলের নেতাকর্মী বা সাধারণ মানুষের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।
Share This News
UPDATE :