তারেক রহমানের নির্দেশে বোরহানউদ্দিন পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

- Update : 08:07:58 am, Saturday, 6 September 2025 113 Views

০৪/০৯/২০২৫ ইং
তারেক রহমানের নির্দেশে ৫ কোটি গাছের চারা রোপণের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বোরহানউদ্দিন পৌর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির সার্বিক সহযোগিতা করেন বোরহানউদ্দিন পৌর বিএনপি।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আলী আকবর পিন্টু, সহ-সভাপতি বশির আহমেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির, সহ-সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক ফাইজুল ইসলাম এবং যুবদলের আহ্বায়ক হেলাল উদ্দিন মুন্সী। এছাড়া উপস্থিত ছিলেন সভাপতি রায়হান আহমেদ শাকিল ও সাধারণ সম্পাদক হাসিবুর রহমান ফাহিম।
ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য, দক্ষিণবঙ্গের সিংহপুরুষ জননেতা আলহাজ্ব হাফিজ ইব্রাহিম মহোদয়ের নির্দেশে বোরহানউদ্দিন পৌর বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে।
পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, দেশনায়ক তারেক রহমানের অঙ্গীকার পূরণের লক্ষ্যে, জননেতা আলহাজ্ব হাফিজ ইব্রাহিম মহোদয় এবং বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক জনাবা মাফরুজা সুলতানা ম্যাডামের নির্দেশে, পৌর বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ পুরো মাস জুড়েই বোরহানউদ্দিন পৌর এলাকার প্রতিটি খালি জায়গায় বৃক্ষরোপণ করবেন।
এ সময় পৌর যুবদল নেতা মেহেদী হাসান সাগর জানান, পৌর বিএনপির নেতৃবৃন্দের পাশাপাশি উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে পুরো মাস কাজ করবেন। তিনি আরও বলেন, দেশনায়ক জনাব তারেক রহমানের সাম্য, শক্তি ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণের ৩১ ধারা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ আবারও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।
ইব্রাহিম সোহাগ
দ্য ডেইলি স্বাধীন
ভোলা