ঐক্যের বার্তায় বোরহানউদ্দিনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

- Update : 11:01:47 pm, Wednesday, 3 September 2025 195 Views

ব্যাপক উৎসাহ ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। বোরহানউদ্দিন উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। বোরহানউদ্দিন উপজেলা ও পৌর নেতৃবৃন্দ খুব শৃঙ্খলভাবে আজকের আয়োজন সম্পন্ন করেন।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব সরওয়ার আলম খান, যুগ্ম আহ্বায়ক জনাব কাজী মঞ্জুরুল আলম ফিরোজ, সদস্য সচিব জনাব অ্যাডভোকেট কাজী আযম, পৌর বিএনপির সদস্য সচিব জনাব মনিরুজ্জামান কবির মিয়া, জনাব মেহেদী হাসান সাগর, উপজেলা যুবদলের আহ্বায়ক জনাব সিহাব উদ্দিন হাওলাদার, সদস্য সচিব জনাব জসিম উদ্দিন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব আতিফ আসলাম রুবেল, যুগ্ম আহ্বায়ক জনাব আমিনুল ইসলাম আমিন, উপজেলা ছাত্রদলের সভাপতি জনাব দানিশ চৌধুরী, সাধারণ সম্পাদক জনাব তানজিল হাওলাদার, পৌর ছাত্রদলের সভাপতি রায়হান মাতাব্বর, সম্পাদক হাসিবুর রহমান ফাহিম, সাচড়া ইউনিয়ন যুবদলের সভাপতি জনাব আসাদুজ্জামান অভি মিয়া সহ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা আগামীর সংসদ নির্বাচন, নির্বাচনকালীন পূর্ব/পরবর্তী বিধি-নিষেধ নিয়ে আলোচনা করেন। তারা বলেন, বিগত দিনের স্বৈরাচার সরকারের নানা অনিয়ম, দুর্নীতি, খুন, গুম, হামলা ও কারা-নির্যাতনের কথা। সভা চলাকালীন ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জননেতা জনাব আলহাজ্ব হাফিজ ইব্রাহিম মহোদয় সুদূর সৌদি আরব থেকে টেলিযোগাযোগের মাধ্যমে বক্তব্য প্রদান করেন এবং সবার নিকট দোয়া প্রার্থনা করেন। সাংগঠনিক ঐক্য রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভাশেষে জনমনে শান্তির বার্তা নিয়ে আজকের আনন্দ শোভাযাত্রা বোরহানউদ্দিন পৌর এলাকা প্রদক্ষিণ করে।
রায়হান পারভেজ
জেলা প্রতিনিধি
দ্য ডেইলি স্বাধীন
ভোলা