বিশ্বযুদ্ধের আশঙ্কা: চীন-রাশিয়া একসঙ্গে হামলা চালাতে পারে, হুঁশিয়ারি ন্যাটো প্রধানের

- Update : 07:23:16 am, Wednesday, 9 July 2025 5 Views

বিশ্ব আবারও বড় ধরনের সংঘাতের শঙ্কায়। এবার তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা নিয়ে মুখ খুললেন উত্তর আটলান্টিক সামরিক জোট—ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চীন যদি তাইওয়ানে আগ্রাসন চালায়, সেই সময় রাশিয়াও ইউরোপের কোনো ন্যাটো সদস্য রাষ্ট্রে হামলা চালাতে পারে।
রুটে বলেন, “এটি কল্পনা নয়, বরং বাস্তব সম্ভাবনা। দুই পরাশক্তি যদি একযোগে হামলা চালায়, তবে পশ্চিমা জোটকে দু’দিকেই চাপ সামলাতে হবে, যা তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটাতে পারে।”
তিনি আরও জানান, ২০২৭ সালের মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ধকল কাটিয়ে নতুন করে সামরিক সক্ষমতা অর্জন করতে পারে। আর সেই সময় চীন-রাশিয়ার মিলিত পদক্ষেপ বিশ্বকে চরম বিপদের মুখে ঠেলে দিতে পারে।
এই পরিস্থিতিতে ন্যাটো সদস্যদের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর ওপর জোর দেন রুটে। পাশাপাশি, ইন্দো-প্যাসিফিক অঞ্চলের মিত্র দেশগুলোর সঙ্গে আরও ঘনিষ্ঠ সমন্বয়ের আহ্বান জানান।
রাশিয়া অবশ্য রুটের বক্তব্যকে “পশ্চিমা আতঙ্ক সৃষ্টির অপপ্রয়াস” হিসেবে উল্লেখ করে প্রত্যাখ্যান করেছে। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, বৈশ্বিক বাস্তবতায় এই হুঁশিয়ারিকে অবহেলা করার সুযোগ নেই।
বিশ্ব রাজনীতির উত্তাপ যখন ক্রমশ বেড়ে চলছে, তখন দায়িত্বশীল নেতাদের উচিত শান্তিপূর্ণ সমাধানের পথ অনুসন্ধান করা—নয়তো ভবিষ্যতের যুদ্ধ বাস্তবতা হয়ে দেখা দিতে পারে।