হোটেল কক্ষে নারীর রহস্যজনক মৃত্যু: গলায় ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার

- Update : 09:49:03 pm, Friday, 4 July 2025 2 Views

খুলনা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ওয়েস্টার্ন ইন হোটেলের একটি কক্ষ থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ জুলাই) বিকেলে হোটেলের তৃতীয় তলার ২০৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। মৃত নারীর নাম শান্তা ইসলাম (৪২)। তিনি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতি গ্রামের বাসিন্দা। পিতার নাম আব্দুল খালেক, মাতার নাম আমেনা বেগম।
পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, শান্তা ইসলাম বৃহস্পতিবার বিকেল ৫টায় হোটেলে ‘আসমা’ ছদ্মনামে ওঠেন। শুক্রবার সকালেও হোটেল কর্তৃপক্ষ তাঁর কক্ষে নাস্তা পৌঁছে দেয়। দুপুর গড়িয়ে গেলেও কোনো সাড়া না পাওয়ায় রুম সার্ভিস দিতে গিয়ে একাধিকবার দরজায় কড়া নাড়লেও কোনো সাড়া মেলেনি।
শেষ পর্যন্ত বিকেল চারটার দিকে হোটেল কর্তৃপক্ষ বিষয়টি খুলনা সদর থানা পুলিশকে অবহিত করে। পুলিশ এসে হোটেল ম্যানেজমেন্টের সহায়তায় দরজার ছিটকিনি ভেঙে কক্ষে প্রবেশ করে। সেখানে দেখা যায়—ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলছেন শান্তা ইসলাম। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা হিসেবে দেখছে। তবে কী কারণে এমন সিদ্ধান্ত—তা এখনো স্পষ্ট নয়। মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এই ঘটনায় হোটেল ও আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন—একজন নারী ছদ্মনামে হোটেলে উঠে কেন এমন পথ বেছে নিলেন? তাঁর সঙ্গে কেউ ছিলেন কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।