সরকারি হাসপাতালে ফের শুরু হচ্ছে করোনাভাইরাস পরীক্ষা

- Update : 04:51:15 pm, Wednesday, 11 June 2025 12 Views

দেশে আবারও বাড়তে থাকা করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে সরকারি হাসপাতালগুলোতে কোভিড-১৯ পরীক্ষা পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রাথমিকভাবে সীমিত পরিসরে পরীক্ষার এই কার্যক্রম চালু হবে বলে জানিয়েছেন অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার (সিডিসি) লাইন ডিরেক্টর অধ্যাপক হালিমুর রশীদ।তিনি বলেন, “প্রাথমিকভাবে যেসব মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে আরটি-পিসিআর ল্যাব রয়েছে, সেখানেই কোভিড-১৯ পরীক্ষা চালু করা হবে।”
কোন হাসপাতালে মিলবে পরীক্ষা
আগামী ১০ দিনের মধ্যে এই পরীক্ষার ব্যবস্থা কার্যকর হবে বলে জানান তিনি। শুরুতে যেসব হাসপাতালে এই সুবিধা পাওয়া যাবে, তার মধ্যে রয়েছে:
- ঢাকা মেডিকেল কলেজ
- মুগদা জেনারেল হাসপাতাল
- চট্টগ্রাম মেডিকেল কলেজ
- রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগীয় শহরের সরকারি হাসপাতালগুলো
শুধুমাত্র যেসব স্থানে আগে থেকেই আরটি-পিসিআর ল্যাব রয়েছে, সেসব স্থানেই এই পরীক্ষা দেওয়া হবে।
সংক্রমণ বাড়ছে, নতুন ধরন শনাক্ত
সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও কোভিড সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। গত বৃহস্পতিবার দেশে করোনায় একজনের মৃত্যু হয়েছে। সংক্রমণের হারও আগের তুলনায় উর্ধ্বমুখী।
এদিকে, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) জানিয়েছে, দেশে এক্সএফজি এবং এক্সএফসি নামের দুটি নতুন ধরন শনাক্ত হয়েছে। গবেষকদের মতে, এই ধরন দুটি অমিক্রনের জেএন-১ ভ্যারিয়েন্টের উপধরন, এবং এদের সংক্রমণ ক্ষমতা বেশ উচ্চ।
জনস্বাস্থ্যবিদদের পরামর্শ
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কোভিড-১৯ পরীক্ষা পুনরায় চালুর পাশাপাশি টিকাদান কর্মসূচি আবার শুরু করাও জরুরি। একই সঙ্গে তারা মানুষকে সচেতন থাকতে ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।