রোমে এলপিজি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, আহত অন্তত ৪০

- Update : 10:35:33 pm, Friday, 4 July 2025 3 Views

ইতালির রাজধানী রোমে একটি এলপিজি (LPG) স্টেশনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ জুলাই) সকাল ৮টার দিকে রোমের প্রেনেস্তিনো এলাকার ভিয়া দেই গোর্দিয়ানি সড়কে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পুলিশ সদস্য, ফায়ার সার্ভিস কর্মী এবং সাধারণ মানুষ রয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বিস্ফোরণের শব্দ ছিল অত্যন্ত বিকট, যেন বোমা ফাটার মতো। বিস্ফোরণের পরপরই এলাকা ধোঁয়ায় ঢেকে যায় এবং কয়েকটি গাড়ি ও আশপাশের বাড়িঘরে আগুন ধরে যায়। জানালা-দরজা ভেঙে পড়ে, রাস্তায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় একটি শিশু ক্যাম্পের প্রায় ৬০ জন শিশুকে তাৎক্ষণিকভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ফায়ার সার্ভিস ও জরুরি সেবাদানকারী সংস্থাগুলো দ্রুত উদ্ধার অভিযান শুরু করে এবং আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস রিফিল করার সময় পাইপলাইন থেকে গ্যাস লিক হয়ে বিস্ফোরণ ঘটতে পারে। তবে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে।
ইতালির প্রধানমন্ত্রী ও রোমের মেয়র ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং আহতদের পাশে থাকার অঙ্গীকার করেছেন। উদ্ধার কার্যক্রম ও চিকিৎসা ব্যবস্থা অব্যাহত রয়েছে।