বোরহানউদ্দিনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি

- Update : 05:22:50 pm, Monday, 1 September 2025 137 Views

বোরহানউদ্দিনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠার ৪৭ বছর পূর্তি উপলক্ষে ভোলার বোরহানউদ্দিনে নানা কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রম। ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশনায় এবং পৌর ছাত্রদলের উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়।
রবিবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণের পুকুরে আনুষ্ঠানিকভাবে পোনা অবমুক্ত করা হয়। এ সময় বিভিন্ন প্রজাতির প্রায় ছয় হাজার মাছের পোনা—রুই, কাতলা, মৃগেল ও পুঁটি—পুকুরে ছাড়া হয়। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ ও মৎস্যসম্পদ বৃদ্ধির মাধ্যমে স্থানীয় জনগণ উপকৃত হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান উজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মঞ্জরুল এলাহী, পৌর যুবদলের সদস্য সচিব আবু জাফর মৃর্ধা, পৌর ছাত্রদলের সভাপতি রায়হান আহমেদ শাকিল, সাধারণ সম্পাদক হাসিবুর রহমান ফাহিমসহ বিভিন্ন ওয়ার্ডের ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মাছের পোনা অবমুক্তকরণ একটি প্রশংসনীয় পদক্ষেপ। এটি শুধু পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সহায়ক নয়, স্থানীয় জনগণের অর্থনৈতিক সমৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।
অন্যদিকে পৌর ছাত্রদল সভাপতি রায়হান আহমেদ শাকিল বলেন, “বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা শুধু আনুষ্ঠানিকতা পালন করতে চাই না, বরং সমাজ ও পরিবেশের কল্যাণে কার্যকর উদ্যোগ নিতে চাই। এই পোনা অবমুক্তকরণ তারই অংশ।”
পৌর যুবদলের সদস্য সচিব আবু জাফর মৃর্ধা জানান, বিএনপি সবসময় জনগণের পাশে থেকে সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে এসেছে। এই কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে ভোলার বিভিন্ন স্থানে দোয়া মাহফিল, আলোচনা সভা, শোভাযাত্রা ও সামাজিক কর্মকাণ্ডের আয়োজন করা হয়েছে। এসব আয়োজনের মাধ্যমে দলীয় নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীকে জনসম্পৃক্ত ও অর্থবহ করে তুলতে চান।