নারী ফুটবলে আজ বাংলাদেশের প্রতিপক্ষ তুর্কমেনিস্তা

- Update : 02:06:17 pm, Saturday, 5 July 2025 1 Views

জয়ের ধারা ধরে রাখতে চায় লাল-সবুজ বাহিনী
সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আজ সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও তুর্কমেনিস্তান। প্রথম ম্যাচে জয় অর্জনের পর আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ নারী ফুটবল দল আজও তিন পয়েন্টের লক্ষ্য নিয়ে মাঠে নামবে।
বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “আমাদের মেয়েরা ভালো ফিটনেস ও ছন্দে আছে। গত ম্যাচে যেভাবে খেলেছি, তার ধারাবাহিকতা রাখতে চাই। তুর্কমেনিস্তান শক্তিশালী প্রতিপক্ষ হলেও আমাদের লক্ষ্য স্পষ্ট — জয়।”
বাংলাদেশ দল গত ম্যাচে প্রতিপক্ষদের চাপে রেখে সুসংগঠিত রক্ষণভাগ এবং দ্রুত আক্রমণাত্মক খেলা উপহার দিয়ে জয় নিশ্চিত করেছিল। আজকের ম্যাচেও দলের পরিকল্পনা একই রকম থাকবে।
অন্যদিকে, তুর্কমেনিস্তান দলও নিজেদের ক্ষমতা প্রমাণের জন্য মাঠে নামবে। তারা গতবারের তুলনায় এবারে আরও বেশি প্রস্তুত ও সুসংগঠিত বলে খেলাবিশ্লেষকরা মন্তব্য করেছেন।
সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ তিনবার চ্যাম্পিয়ন হয়েছে এবং এবারের টুর্নামেন্টে পুনরায় শিরোপা জেতার জন্য দল বেশ আত্মবিশ্বাসী।
ম্যাচ সংক্ষিপ্ত তথ্য:
স্থান: বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা
সময়সূচি: আজ সন্ধ্যা ৭টা থেকে
সরাসরি সম্প্রচার: বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও অনলাইন প্ল্যাটফর্মে