নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণ: রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

- Update : 08:17:00 pm, Friday, 27 June 2025 33 Views

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে আবারও মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে সীমান্ত পিলার ৩৩–৩৪ এর মাঝামাঝি মিয়ানমারের লাল কাইন্দা এলাকায় মাটিতে পুঁতে রাখা একটি স্থলমাইন বিস্ফোরিত হলে ইউনুছ (২২) নামে এক রোহিঙ্গা যুবকের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়।
আহত ইউনুছ কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং এজাহার হোসেনের ছেলে। স্থানীয় সূত্র জানায়, চোরাচালানের উদ্দেশ্যে ইউনুছ সীমান্ত পেরিয়ে মিয়ানমারের ভেতরে প্রবেশ করেন। এ সময় আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন।
ইউনুছের আর্তচিৎকার শুনে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা থেকে দুই যুবক তাকে উদ্ধার করে দ্রুত উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করেন।
ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল জানান, “আমরা বিষয়টি তদন্ত করছি। সীমান্ত এলাকায় বারবার এমন দুর্ঘটনা উদ্বেগজনক।”
উল্লেখ্য, মাত্র একদিন আগেই—২৫ জুন—একই এলাকায় মাইন বিস্ফোরণে ওমর মিয়া নামের আরেক যুবকের পা বিচ্ছিন্ন হয়েছিল। চলতি সপ্তাহে এ নিয়ে সীমান্তে মাইন বিস্ফোরণে অন্তত ৪ জন আহত হলেন।
সতর্কতা জরুরি: সীমান্তবর্তী এলাকাগুলোতে জনসাধারণকে অতিমাত্রায় সতর্ক থাকতে ও অবৈধভাবে সীমান্ত পারাপার থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।