ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বুয়ালয়’, ভিয়েতনামে তীব্র আঘাতের আশঙ্কা

- Update : 12:13:38 am, Monday, 29 September 2025 5 Views

ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বুয়ালয়’, ভিয়েতনামে তীব্র আঘাতের আশঙ্কা
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম এবার মুখোমুখি হতে যাচ্ছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় বুয়ালয়-এর। ঝড়টি সামনে রেখে প্রশাসন ইতোমধ্যেই জরুরি সতর্কতা জারি করেছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে হাজারো মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে এবং উপকূলীয় কয়েকটি বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
কয়েক দিন আগে একই ঝড় ফিলিপাইনে আঘাত হেনে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটায় এবং ভয়াবহ বন্যার সৃষ্টি করে।
ভিয়েতনামের আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্যে জানা গেছে, আজ রোববার (২৮ সেপ্টেম্বর) রাতের মধ্যে ঝড়টি মধ্যাঞ্চলে আঘাত হানতে পারে। গ্রিনিচ মান সময় রাত ২টার তথ্য অনুযায়ী, ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১৩৩ কিলোমিটার, যা পূর্বাভাসের তুলনায় আরও বেশি দ্রুত ও শক্তিশালী।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, বুয়ালয় সাধারণ ঘূর্ণিঝড়ের তুলনায় প্রায় দ্বিগুণ গতিসম্পন্ন। ফলে এর প্রভাবে প্রবল বাতাস, অতি ভারী বর্ষণ, আকস্মিক বন্যা, ভূমিধস এবং উপকূলীয় জলোচ্ছ্বাসের ঝুঁকি তৈরি হতে পারে।
সরকারি তথ্য অনুযায়ী, হা তিঙ প্রদেশ থেকে ইতোমধ্যে ১৫ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং দুর্যোগ মোকাবিলায় সেনা সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া চারটি উপকূলীয় বিমানবন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে, যার মধ্যে দা নাং আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে।
ভারী বৃষ্টিপাতের কারণে হুয়ে এবং কোয়াং ত্রি অঞ্চলে বন্যা দেখা দিয়েছে বলেও জানানো হয়েছে।
প্রসঙ্গত, প্রাকৃতিক দুর্যোগে ভিয়েতনাম অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। গত বছর টাইফুন ইয়াগি সেখানে প্রায় ৩০০ মানুষের প্রাণ কেড়ে নেয় এবং আনুমানিক ৩৩০ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ ক্ষতি করে।
সূত্র: রয়টার্স