টাঙ্গাইলে বালু উত্তোলনে বেড়েছে ভাঙন, যমুনা তীরে ৫ শতাধিক পরিবার হুমকিতে

- Update : 01:07:29 pm, Saturday, 21 June 2025 6 Views

টাঙ্গাইল জেলার যমুনা নদীর তীরে অবৈধ ও অনিয়ন্ত্রিতভাবে বালু উত্তোলনের ফলে নদীভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। এতে ইতোমধ্যে যমুনা তীরবর্তী অন্তত ৫ শতাধিক পরিবার গৃহহীন হওয়ার শঙ্কায় পড়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নদীর তলদেশ থেকে বালু উত্তোলন করা হচ্ছে। বিশেষ করে গভীর রাতে ড্রেজার মেশিনের সাহায্যে চলমান এই কর্মকাণ্ডে নদীর গতিপথ পরিবর্তিত হচ্ছে, ফলে হুমকির মুখে পড়েছে বসতবাড়ি, ফসলি জমি ও রাস্তাঘাট।
ঘাটাইল উপজেলার এক বাসিন্দা জানান,
“আমাদের চোখের সামনে বাড়ি নদীতে চলে যাচ্ছে। প্রশাসনকে জানালেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।”
স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, প্রশাসনের অনুমোদন ছাড়া এই বালু উত্তোলন হচ্ছে। মাঝে মাঝে অভিযান চালানো হলেও প্রভাবশালীদের ছত্রছায়ায় এই কাজ থামছে না।
টাঙ্গাইল জেলা প্রশাসনের একজন কর্মকর্তা জানান,
“বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত নজরদারি ও অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।”
বিশেষজ্ঞরা বলছেন, অবৈজ্ঞানিক পদ্ধতিতে বালু উত্তোলন নদীর তীর ভাঙনের অন্যতম কারণ। অবিলম্বে এই কর্মকাণ্ড বন্ধ করা না গেলে আগামী কয়েক মাসে বিপর্যয়ের মাত্রা আরও বাড়বে।