গাইবান্ধায় নববধূকে বাসর রাতে দলবদ্ধ ধর্ষণ, স্বামীসহ ৭ জন আটক

- Update : 12:40:51 pm, Sunday, 31 August 2025 16 Views

গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের ওসমানেরপাড়া গ্রামে বাসর রাতে এক নববধূ দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাঘাটার ওসমানেরপাড়া গ্রামের আশাদুল ইসলামের ছেলে আসিফ মিয়ার সঙ্গে গোবিন্দগঞ্জের কোচাশহর ইউনিয়নের ভাগগরীব গ্রামের নাজিম উদ্দিনের মেয়ের বিয়ে হয়েছে। বিয়েতে মোহর নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩০ হাজার টাকা, যা উভয় পরিবারের মধ্যে সমঝোতার মাধ্যমে পরিশোধ করা হয়েছে। বিয়ের পর বৃহস্পতিবার রাতে নববধূকে আসিফ নিজ বাড়িতে নিয়ে যান।
অভিযোগ রয়েছে, সেদিন রাতেই আসিফ মিয়া তার সহযোগীদের সঙ্গে মিলে নববধূকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরদিন শুক্রবার দুপুরে নববধূ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা পরীক্ষায় ধর্ষণ ও শারীরিক নির্যাতনের আলামত পেয়েছেন।
সাঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, ঘটনার পর স্বামী আসিফ মিয়াসহ সাতজনকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”