করোনায় আরও দুই নারীর মৃত্যু, নতুন শনাক্ত ১৫

- Update : 08:07:32 pm, Friday, 13 June 2025 14 Views

দেশে আবারও বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দুই নারীর। একই সময়ে নতুন করে ১৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মৃত দুই নারীর একজনের বয়স ২১ থেকে ৩০ বছর, অন্যজনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে। তাদের একজন রাজধানী ঢাকার এবং অপরজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। চিকিৎসাধীন অবস্থায় একজন সরকারি হাসপাতালে এবং অপরজন বেসরকারি হাসপাতালে মারা যান।
চলতি বছরে দেশে এখন পর্যন্ত করোনায় মোট তিনজনের মৃত্যু হলো।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৫ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে ৯ জন ঢাকার। চট্টগ্রাম ও কুমিল্লা জেলার রয়েছেন দুই জন করে। কক্সবাজার ও ব্রাহ্মণবাড়িয়া থেকে একজন করে শনাক্ত হয়েছেন। দেশের বাকি ছয়টি বিভাগে এ সময় কোনো নমুনা পরীক্ষা হয়নি।
করোনার সংক্রমণ বৃদ্ধির পেছনে ভাইরাসটির নতুন ভ্যারিয়েন্টগুলোর ভূমিকা রয়েছে বলে মনে করছেন গবেষকরা। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআর,বি) জানিয়েছে, সম্প্রতি দেশে করোনার অমিক্রন ভ্যারিয়েন্টের দুটি নতুন সাবভ্যারিয়েন্ট—XFg ও XFc—সনাক্ত হয়েছে। এ দুটির বিস্তারই সাম্প্রতিক সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ হতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, নতুন ভ্যারিয়েন্ট থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি মেনে চলা, গণপরিবহন ও ভিড়ের জায়গায় মাস্ক পরা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর টিকাদান নিশ্চিত করা জরুরি।