উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, মাইলস্টোন কলেজে ভয়াবহ দুর্ঘটনায় ১৯ জনের প্রাণহানি, আহত শতাধিক

- Update : 08:36:54 pm, Monday, 21 July 2025 20 Views

রাজধানীর উত্তরা এলাকায় আজ দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন কলেজে আছড়ে পড়ে। দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ১৬০ জনের বেশি।
ঘটনার সময় বিমানটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় এবং পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। শেষ মুহূর্তে জনবহুল ভবন এড়াতে চেষ্টা করলেও বিমানটি কলেজের ক্যান্টিনের ওপর আঘাত হানে। সঙ্গে সঙ্গে ঘটে ভয়াবহ বিস্ফোরণ, ছড়িয়ে পড়ে আগুন।
অল্প সময়েই আগুন ক্যান্টিন ও আশপাশের শ্রেণিকক্ষে ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের আর্তচিৎকার, ধোঁয়ায় দম বন্ধ হওয়া ও দগ্ধ হওয়ার ঘটনা পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে দেয়।
বিমানে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। তিনি তাঁর প্রথম একক ফ্লাইটে ছিলেন। যান্ত্রিক ত্রুটির পর তিনি সর্বোচ্চ চেষ্টা করেন জনবসতি রক্ষা করতে। প্যারাস্যুট ব্যবহার করে নেমে এলেও গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে মৃত্যুবরণ করেন।
নিহতদের মধ্যে আছেন কলেজের ১৬ জন শিক্ষার্থী, ২ জন শিক্ষক ও কর্মী এবং পাইলট।
আহতদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী, যাদের অনেকেই দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি।
বার্ন ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ, কুর্মিটোলা ও সিএমএইচ-এ তাদের চিকিৎসা চলছে।
ফায়ার সার্ভিসের আটটি ইউনিট, সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা যৌথভাবে উদ্ধার তৎপরতা চালান।
দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং ধ্বংসস্তূপ থেকে আহতদের উদ্ধার করা হয়।
কয়েকজন শিক্ষার্থী এখনও নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর সরকার ২২ জুলাই জাতীয় শোক দিবস ঘোষণা করেছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ বিমান বাহিনী উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে।
সরকারপ্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা গভীর শোক প্রকাশ করেছেন।
মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ দুর্ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে।
আহত ও আতঙ্কিত শিক্ষার্থীদের জন্য মনোসামাজিক সহায়তার ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।
ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনা কতটা নিরাপদ—এই দুর্ঘটনা সে প্রশ্ন আবার সামনে এনেছে।
চীনা তৈরি এফ-৭ বিমান নিয়ে আগে থেকেই পারফরম্যান্স ও রক্ষণাবেক্ষণ নিয়ে আলোচনা ছিল।
এই দুর্ঘটনা বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থাপনা ও শহরের আকাশপথ ব্যবহারে নতুন করে নীতিমালা পর্যালোচনার দাবি জোরালো করেছে।
এ এক জাতীয় শোক। প্রাণ গেছে তরুণদের, ক্ষতিগ্রস্ত হয়েছে একটি প্রজন্মের স্বপ্ন।
শুধু একটি দুর্ঘটনা নয়—এটি এক নির্মম বাস্তবতা, যা সারাদেশের হৃদয়ে গভীর দাগ কেটে গেল।