ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা: মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

- Update : 08:31:03 am, Friday, 13 June 2025 61 Views

তেহরান: ইরানের রাজধানী তেহরানের উত্তর-পূর্বাঞ্চলে শুক্রবার ভোররাতে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো। ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে হামলার সত্যতা নিশ্চিত করেছেন।
ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানায়, তারা ইরানের পারমাণবিক অবকাঠামোর ওপর “সুনির্দিষ্ট ও সম্মিলিত” হামলা চালিয়েছে। তাদের দাবি, এই পদক্ষেপের মাধ্যমে ইরানের পরমাণু সক্ষমতা দুর্বল করে দেওয়ার লক্ষ্য রয়েছে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর রাত তিনটার দিকে তেহরানের বেশ কয়েকটি স্থানে ছয় থেকে নয়টি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। আকাশে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র উড়তে দেখা যায়।
মার্কিন বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, হামলার বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা জানান যে, এই হামলায় যুক্তরাষ্ট্র জড়িত নয়, তবে ইসরায়েলের আক্রমণের বিষয়টি তারা নিশ্চিত করেছেন।
পারমাণবিক আলোচনা ভেঙে পড়ার পরেই হামলা
এই হামলার ঠিক একদিন আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পারমাণবিক আলোচনা ভেস্তে যায়। আলোচনার ব্যর্থতার পর ইরান কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে। প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে বলেন,
> “যদি সংঘাত চাপিয়ে দেওয়া হয়, তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত প্রতিটি মার্কিন সামরিক ঘাঁটি ইরানের পাল্টা আঘাতের আওতায় থাকবে।”
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার ঢেউ
বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, এই হামলার জবাবে ইরান প্রতিশোধমূলক হামলায় যেতে পারে, যা পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থির করে তুলবে। পরিস্থিতির উপর দৃষ্টি রাখছে বিশ্বশক্তিগুলো।