বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের অন্তত ১০টি অঞ্চলে আজ শনিবার (২১ জুন) দুপুর পর্যন্ত ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেটের উপর দিয়ে দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিকে রাজধানী ঢাকায়ও হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা গতকালের তুলনায় কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঢাকাসহ পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘলা থাকতে পারে। এই সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, সাময়িক এই বৃষ্টিপাতের ফলে কোথাও কোথাও স্বস্তি মিললেও, বজ্রপাত ও ঝড়ো হাওয়ার কারণে জনসাধারণকে সতর্কতা অবলম্বন করতে হবে। নদীপথে চলাচলকারী নৌযান ও যাত্রীদের জন্যও সতর্কতার পরামর্শ দেওয়া হয়েছে।
সম্পাদক: মাহমুদুল হাছান চৌধুরী
Design & Development By HosterCube Ltd.