প্রিয় দেশবাসী,
আজ দীর্ঘ ৫ দিন পর আমরা ফিরে পেয়েছি আমাদের প্রিয় পেইজ — the Daily Shadhin।
এই কয়েক দিন আমরা নীরবে অপেক্ষা করেছি সত্যের জয় দেখার জন্য।
আমরা স্পষ্টভাবে বলতে চাই — আমাদের কোনো সংবাদই ভুয়া, বিদ্বেষপূর্ণ বা রিপোর্টযোগ্য ছিল না।
আমরা সবসময় দেশের সঠিক খবর, মানুষের কথা এবং সমাজের কল্যাণের পক্ষে কাজ করে এসেছি।
যারা ভুল বুঝে বা অন্য কারণে রিপোর্ট করেছিলেন, আমরা তাদের প্রতি কোনো রাগ পোষণ করছি না।
বরং, আমরা তাদের জন্য দোয়া করছি — আল্লাহ যেন সবাইকে সত্য ও ন্যায়ের পথে রাখেন।
আপনাদের ভালোবাসা, সমর্থন ও আস্থাই আমাদের সবচেয়ে বড় শক্তি।
আমরা সবসময় জনগণের কণ্ঠস্বর হয়ে থাকতে চাই —
সত্যের পথে, দেশের পক্ষে — the Daily Shadhin।
প্রকাশক ও সম্পাদকঃ হারিজ ইসলাম স্বাধীন
Design & Development By HosterCube Ltd.