দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবারও উঁকি দিতে শুরু করেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তবে এ সময়ে কারও মৃত্যু হয়নি, বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
তবে চট্টগ্রামে এক ক্যান্সার আক্রান্ত ৭১ বছর বয়সী নারী করোনায় মারা গেছেন। নিহত ফজিলাতুন্নেছা ১৭ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এবং শুক্রবার (২০ জুন) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
চট্টগ্রামে একই দিনে নতুন করে ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি মাসে শহরটিতে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ জনে।
এদিকে, সিলেটেও করোনা সংক্রমণের খবর পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় ২ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এতে জুন মাসে সিলেট বিভাগের মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে।
স্বাস্থ্য অধিদফতর বলছে, বর্তমানে দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও সংক্রমণের হালকা ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। এতে করে স্বাস্থ্য বিশেষজ্ঞরা নাগরিকদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। বিশেষ করে যাদের বয়স বেশি, বা যাদের ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ রয়েছে—তাদের মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে।
উপসর্গ থাকলে করোনার পরীক্ষার পাশাপাশি চিকিৎসকের পরামর্শ নেওয়ারও আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
সম্পাদক: মাহমুদুল হাছান চৌধুরী
Design & Development By HosterCube Ltd.