সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশের একাদশে এসেছে দুই পরিবর্তন। প্রথমবারের মত ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে মাঠে নামবেন খালেদ আহমেদ। এছাড়া একাদশে নতুন করে যোগ হয়েছেন হাসান মাহমুদও।
ফলে বাংলাদেশ আজ মাঠে নামছে তিন পেসার নিয়ে। আগের দিন দুর্দান্ত বোলিং করা মুস্তাফিজুর রহমানও আছেন একাদশে। সাথে যোগ হয়েছেন খালেদ ও হাসান। ইনজুরির কারণে একাদশ থেকে ছিটকে গেছেন তানজিম হাসান সাকিব।
এছাড়া উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানও খেলছেন না এই ম্যাচে। আজ বাংলাদেশ তাই মাঠে নামছে পাঁচ বিশেষায়িত বোলার নিয়েই। এর আগে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার ফিন অ্যালেন।
ওদিকে আজও রয়েছে বৃষ্টির শঙ্কা। এই মুহূর্তে বৃষ্টি না থাকলেও আকাশে মেঘের আনাগোনা রয়েছে। ফলে এই ম্যাচেও যেকোন সময় বাধ সাধতে পারে বেরসিক বৃষ্টি। গত ম্যাচটি বৃষ্টির কারনে পরিত্যক্ত হয়েছে।
Managing-Editor: Mahmudul_Hasan_Chowdhury
Mobile: 01711-890286
Editor: Md Afsar Uddin
Mobile: 017713-35588
Email: thedailyshadhin@gmail.com
Design & Development By HosterCube Ltd.