আমি আসরাফুন হক এ্যানি। কাজ করছি ঢাকা ইউনিভার্সিটি এলাকা থেকে নিজ হাতে তৈরি দেশীয় গয়না পোশাক নিয়ে।আমার উদ্যোগের নাম আমার উদ্যোগের নাম প্রবাহিনী।আসলে একজন উদ্যোক্তা হওয়া খুব মুখের কথা না বা সহজ না আমার ৬ বছরের উদ্যোক্তার জীবনের জার্নি টা খুব কঠিন ছিল । আমি বিএসসি এমএসসি ফার্স্ট ক্লাস পাওয়া মেয়ে।পারিবারিক কারণবশত আসলে চাকুরী করা হয়ে ওঠেনি। এক সময় মনে হলো আমি কিছু করব আর যেহেতু আমি ছোটবেলা থেকে খুব সৌখিন ছিলাম। প্রথমে আমি আমার কিছু সংখ্যক আমার যেহেতু দাদি বাসা কলকাতা সেখানে বেড়াতে গিয়ে কিছু প্রোডাক্ট নিয়ে আসি অর্নামেন্টও পোশাক আইটেম। তখন আশেপাশে প্রতিবেশী, বন্ধুবান্ধবী এরা আমার কাছ থেকে নিতো। তারপর আমি একটা আমার ফেসবুক পেজ খুললাম আমার প্রবাহিনীর। পেজ খোলার এক বছরের মাথায় আবার পেইজটা অফ করে দিলাম।কারণ হলো আমার ছেলে হল ওকে নিয়ে সম্ভব হলো না । তারপর আবার এক বছর পর আবার শুরু করলাম প্রবাহিনি নিয়ে। আমাকে অনেক আশেপাশে আত্মীয়-স্বজনের মুখে অনেক কথা শুনতে হয়েছে, তারা বলেছে এত পড়াশোনা করে লাস্টে চুরি ফিতা বিক্রি করবে এই মেয়ে কি করছে?আমি এগুলো কথা কান দেই নাই এক কান দিয়ে শুনেছি আরেক কান দিয়ে ঝেড়ে ফেলেছি।করনার সময় আমি খুব লেগে পড়ে গেলাম আমার পেজ নিয়ে। তখন মাত্র হাতে গোনা কয়েকটা পেজ ছিল। আমি তখন ড্রেস এবংদেশীয় প্রোডাক্ট অরনামেন্টস এগুলো করলাম। এক মাসে আমার হলো এক লক্ষ আশি হাজার টাকা। তারপর এইটা দেখে আমার কাজের স্প্রিট ১০০ ভাগ বেড়ে গেল। আমিও স্প্যার হলাম যে না আর পিছে ফিরে তাকাবো না আমার নতুন উদ্যোগ শুরু করলাম নিজ হাতে তৈরি গয়না এবং দেশীয় পোশাক।তারপর অনেক ঝড়ঝাপটা গিয়েছে লাইফে কিন্তু আমি পিছনে ফিরে তাকাইনি। আলহামদুলিল্লাহ এখন আমি সকলের দোয়ায় একজন মোটামুটি সফল উদ্যোক্তা। এখন আমাকে এবং আমার প্রবাহিনীকে মোটামুটি সকলে চিনে। এবং বিদেশের মাটিতেও আমার হাতের তৈরি গয়না চলে গেছে।শুধু একটা কথাই বলবো আপনার লক্ষ্য যদি থাকে অটুট অবশ্যই আপনি আপনার জায়গায় পৌঁছাবেন। আমার এবং আমার প্রবাহিণী জন্য সকলে দোয়া করবেন।
Managing-Editor: Mahmudul_Hasan_Chowdhury
Mobile: 01711-890286
Editor: Md Afsar Uddin
Mobile: 017713-35588
Email: thedailyshadhin@gmail.com
Design & Development By HosterCube Ltd.