✍️ নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ২৭ জুন:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই প্রযুক্তিগত ত্রুটির কারণে ফিরে আসতে বাধ্য হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। সিঙ্গাপুরগামী বিজি ৫৮৪ নম্বর ফ্লাইটটি শুক্রবার (২৭ জুন) সকালে উড্ডয়নের কিছুক্ষণ পর ইঞ্জিনে সমস্যা দেখা দিলে পাইলট সতর্কভাবে বিমানটি ঢাকায় ফিরিয়ে আনেন।
জানা গেছে, সকাল ৮টা ৩৮ মিনিটে বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উক্ত ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। উড্ডয়নের পর প্রায় ২,৫০০ ফুট উচ্চতায় ওঠার সময় ইঞ্জিন-সংক্রান্ত ত্রুটি শনাক্ত হলে পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফিরে আসেন। সকাল ৯টায় বিমানটি নিরাপদে অবতরণ করে এবং বিমানবন্দরের বে ১৪-তে পার্ক করা হয়।
বিমানে থাকা ১৫৪ জন যাত্রী ও ৭ জন ক্রুর সবাই নিরাপদ রয়েছেন বলে নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
এ ঘটনার পর যাত্রীদের বিকল্প ফ্লাইটের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সম্পাদক: মাহমুদুল হাছান চৌধুরী
Design & Development By HosterCube Ltd.