আন্তর্জাতিক ডেস্ক
ইরান আবারও ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। শনিবার (২১ জুন) ভোরে এই হামলার ফলে মধ্য ইসরাইলজুড়ে সাইরেন বেজে ওঠে এবং তেল আবিবের একটি ভবনের ছাদে আগুন ধরে যায়।
ইসরায়েলের স্থানীয় টেলিভিশন চ্যানেল ১২-এর বরাত দিয়ে জানানো হয়েছে, ভোররাতে ইরান কমপক্ষে পাঁচটি ক্ষেপণাস্ত্র ছোড়ে। এর মধ্যে অন্তত একটি ক্ষেপণাস্ত্র সরাসরি মধ্য ইসরাইলে আঘাত হানে।
ঘটনার পরপরই আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। শহরের বিভিন্ন অংশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ইসরাইলের জরুরি চিকিৎসা ও উদ্ধার সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দ্য টাইমস অব ইসরায়েল-এর প্রতিবেদন অনুযায়ী, হামলার সময় ইসরাইলি নাগরিকদের আশ্রয়স্থলে অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে কিছু সময় পরই তেল আবিবের একটি জেলা ভবনের ছাদে আগুন ধরে যায়, যা ক্ষেপণাস্ত্রের আঘাতের ফলেই ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
এই হামলার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ইসরায়েল এখনো আনুষ্ঠানিকভাবে পাল্টা প্রতিক্রিয়া জানায়নি, তবে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে বলে নিরাপত্তা সূত্র জানিয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ হারিজ ইসলাম স্বাধীন
Design & Development By HosterCube Ltd.