বলিউড কিং শাহরুখ খানের সাফল্যের খাতায় যোগ হতে চলেছে আরেকটি নতুন অধ্যায়। শুধু তাই নয়, সম্প্রতি নিজের রেকর্ড নিজেই ভেঙে ফেলেছেন জনপ্রিয় এ মেগাস্টার। রোমান্টিক অ্যাকশন সিনেমা ‘জওয়ান’ গত ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার পর দর্শক হৃদয়ে ঝড় তোলে। সেই ঝড় এখনও থামেনি। ভাঙছে পুরনো সব রেকর্ড। রেকর্ড ভাঙার দৌঁড়ে নিজের অতীতের রেকর্ডই ভেঙে দিয়েছেন শাহরুখ।
শাহরুখ অভিনীত ‘জওয়ান’ সিনেমা ১৭ দিন ধরে চলছে প্রেক্ষাগৃহে। সিনেমা মুক্তির ২ সপ্তাহ পার হলেও প্রেক্ষাগৃহে দর্শকের ভিড় চোখে পড়ার মতো। যে কারণে ভারতীয় বাজারে এ ১৭ দিনে সিনেমাটি আয় করে নিয়েছে ৫৪৬.৫৮ কোটি।
বক্স অফিসের এ হিসাবে নিজের অভিনীত ‘পাঠান’ সিনেমাকেই পেছনে ফেলে দিয়েছেন শাহরুখ। সমীক্ষা বলছে, ভারতের বাজারে ‘পাঠান’ সিনেমার ৫৪৩.০৯ কোটি আয় করতে ১৭ দিন নয়, ৫৮ দিন লেগেছিল।
শুধু তাই নয়, নতুন সাফল্যের পথেও এগিয়ে চলেছে সিনেমাটি। বিশ্বব্যাপী ‘জওয়ান’ সিনেমা ১৭ দিনের আয় দাঁড়িয়েছে ৯৫৩ কোটি। তাই সিনেমা বোদ্ধাদের ভবিষ্যদ্বাণী, খুব শিগগিরই ১০০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলবে অ্যাটলি পরিচালিত 'জওয়ান' সিনেমা। এ ভবিষ্যদ্বাণী সত্যি হলে নতুন এক অধ্যায়ের সূচনা করতে চলেছেন বলিউড বাদশা।
Managing-Editor: Mahmudul_Hasan_Chowdhury
Mobile: 01711-890286
Editor: Md Afsar Uddin
Mobile: 017713-35588
Email: thedailyshadhin@gmail.com
Design & Development By HosterCube Ltd.