ইউক্রেনের সামি অঞ্চলে কিয়েভের সেনাবাহিনী উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলে সরকারি সূত্র জানিয়েছে। এর পাল্টা হিসেবে রাশিয়া সীমান্তবর্তী এলাকায় আরও সেনা মোতায়েন শুরু করেছে। যুদ্ধের জেরে দুই পক্ষের হতাহতের সংখ্যা ক্রমশ বাড়ছে; বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক কয়েক সপ্তাহে যুদ্ধ নতুন মাত্রায় প্রবেশ করেছে। পশ্চিমা দেশগুলো কিয়েভকে সামরিক ও আর্থিক সহায়তা জোরদার করেছে। আন্তর্জাতিক সম্প্রদায় শান্তি আলোচনার জন্য আহ্বান জানিয়েছে, তবে নির্দিষ্ট কোনো সমাধানে এখনও পৌঁছানো যায়নি।
প্রকাশক ও সম্পাদকঃ হারিজ ইসলাম স্বাধীন
Design & Development By HosterCube Ltd.