ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী একটি ফ্লাইট (AI171) উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয়।
বিমানটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন—এর মধ্যে ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্য। দুর্ঘটনার পর বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার ও জরুরি সেবা কার্যক্রম চলছে।
এ ঘটনার পর পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি এক্স (সাবেক টুইটার)–এ এক পোস্টে শোক প্রকাশ করেছেন। তিনি বলেন,
> “একটি মর্মান্তিক ঘটনার কথা শুনে আমি খুবই মর্মাহত। আমি ভারতের জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।”
এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন।
এই ঘটনায় ভারতে ও আন্তর্জাতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক ও সম্পাদকঃ হারিজ ইসলাম স্বাধীন
Design & Development By HosterCube Ltd.