প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পবিত্র আশুরা শুধু ইতিহাস নয়, এটি অন্যায়, জুলুম ও নিপীড়নের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের প্রতীক। কারবালার মহত্তম আত্মত্যাগ আজও মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে চলার সাহস জোগায়।
শুক্রবার এক বিবৃতিতে ড. ইউনূস বলেন, “আশুরা আমাদের শেখায়—অন্যায়ের সঙ্গে কখনও আপস করা যায় না। সত্য ও ন্যায়ের জন্য আত্মত্যাগই সর্বোচ্চ আদর্শ।” তিনি বলেন, ইমাম হুসাইন (রা.)-এর বীরত্ব শুধু ইসলামের জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য এক অনন্য অনুপ্রেরণা।
ড. ইউনূস মনে করেন, বর্তমান পৃথিবীতে, যেখানে বৈষম্য, সহিংসতা ও অন্যায় বেড়েই চলেছে, সেখানে আশুরার শিক্ষা আরও প্রাসঙ্গিক। তিনি বলেন, “ন্যায় প্রতিষ্ঠার জন্য যে সাহস প্রয়োজন, আশুরা সেই সাহসের উজ্জ্বল উৎস।”
তিনি বিশেষভাবে তরুণ প্রজন্মকে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নৈতিকতা, মানবতা ও ন্যায়ের পক্ষে দৃঢ়ভাবে কাজ করার আহ্বান জানান।
আশুরা উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় অনুষ্ঠান, আলোচনা সভা ও শোক মিছিল অনুষ্ঠিত হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।
প্রকাশক ও সম্পাদকঃ হারিজ ইসলাম স্বাধীন
Design & Development By HosterCube Ltd.